পবিত্র রমজান উপলক্ষে গোলাপগঞ্জের বানিগাজীতে মরহুম মাওলানা নিজাম উদ্দিন পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) মরহুম মাওলানা নিজাম উদ্দিন পরিবারের অর্থায়নে এবং বানিগাজী যুব সংঘের সার্বিক সহায়তায় গ্রামের ১৫০টি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বানিগাজী যুব সংঘের উপদেষ্টা ডাঃ আব্দুল মতলিব, মাষ্টার জয়নাল আবেদিন, সিলেট মা ও শিশু হাসপাতালের ডাইরেক্টর ফয়সল মাহমুদ, বানিগাজী যুব সংঘের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, সদস্য নুর উদ্দিন প্রমুখ।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
গোলাপগঞ্জ