Wednesday, 6 April 2022

হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত


জৈন্তাপুর উপজেলার হরিপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। যাওয়ার পথে হরিপুর বাজারের অদূরে হঠাৎ একটি টমটমের পিছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত থেকে বাসের সামনে এসে পড়ে। এসময় মোটরসাইকেল ও বাসের সংঘর্ষ ঘটলে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। 

শেয়ার করুন