Tuesday, 15 March 2022

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্নঃ বিজয়ী যারা


গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায়ীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে রাত ৮টা থেকে একে একে বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।


বিজয়ী যারাঃ

উপজেলার ঐতিহ্যবাহী বাজারের এ নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি আলেকুজ্জামান আলেক (আনারস প্রতীক) ৭৬১ ভোট পেয়ে আবাড় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালেহ আহমদ (চেয়ার প্রতীক) পেয়েছেন ৫২১ ভোট।

সহ-সভাপতি পদে বিলাল আহমদ (টেবিল প্রতীক) ৬২৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমিতির সাবেক সহ-সভাপতি নজমুল ইসলাম (দেওয়াল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৩১১ ভোট। অপর প্রার্থী ছয়ফুল হক কফ (হরিণ প্রতীক) পেয়েছেন ৩৪৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিপুল ভোট পেয়ে হ্যাট্টিক বিজয় লাভ করেছেন বর্তমান সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ। তিনি (কাপ পিরিছ প্রতীক) ৬৩৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমদ আলী (দোয়াত কলম প্রতীক) নিয়ে ৫১২ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী আব্দুল খালিক (আম প্রতীক) ৭১ ও ইউনুছ আহমদ চৌধুরী (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ছালেক আহমদ (ডাব প্রতীক) প্রথমবারের মত ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদুর রহমান শিপার (রিকশা প্রতীক) নিয়ে পেয়েছেন ৩৪২ ভোট। অপর প্রার্থী সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ (মাছ প্রতীক) পেয়েছেন ২৯৪ ভোট ও আফজাল হোসেন (বোতল প্রতীক) পেয়েছেন ২৩৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে সব প্রার্থীর চেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে (চাকা প্রতীক) পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ৯২৭টি । তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী আরিফ আহমদ (মোবাইল ফোন প্রতীক) পেয়েছেন ৩৪০ ভোট।

এছাড়া ১নং ওয়ার্ডে নাজিম আহমদ (সেলাই মেশিন প্রতীক) ১৬৬ ভোট (প্রথম), নাছির উদ্দীন (নারিকেল গাছ প্রতীক) ১৫৯ ভোট (দ্বিতীয়) ও আপ্তাব আলী (চশমা প্রতীক) ১৪৮ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য নির্বাচিত হয়েছেন।

২নং ওয়ার্ডে জাহেদ আহমদ (নারিকেল গাছ প্রতীক) ১৫৮ ভোট পেয়ে (প্রথম), মাহবুবুর রহমান (চশমা প্রতীক) ১৫৬ ভোট পেয়ে +দ্বিতীয়) ও মাছুম আহমদ (দোয়েল প্রতীক) ১৩৮ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য পদে বিজয়ী হয়েছেন ।

৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান সেলিম (নারিকেল গাছ প্রতীক) ১৪৩ ভোট পেয়ে (প্রথম, মো.মুহিবুর রহমান (চশমা প্রতীক) ১০১ ভোট পেয়ে (দ্বিতীয়) ও সোহেল আহমদ (বালতি প্রতীক) ১০১ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য নির্বাচিত হয়েছেন।

৪নং ওয়ার্ডে কাওছার আহমদ (বালতি প্রতীক) ২৩০ ভোট পেয়ে(প্রথম), শহিদুর রহমান সুহেদ (নারিকেল গাছ প্রতীক) ২১৯ ভোট পেয়ে (দ্বিতীয়) ও মো.শাকিল আহমদ (সেলাই মেশিন) ১৮৮ ভোট পেয়ে (তৃতীয়) সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৪ টি ওয়ার্ডে সর্বমোট ভোটার ছিলেন ১৩৭৯ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২৯৪ জন।

নির্বাচন পরিচালনা কমিটির সচিব নুরুল হুদা জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল সহ আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তারা অনেক কষ্ট করেছেন। 

শেয়ার করুন