যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিনের গ্লোব রোডে নিজ বাড়িতে ছুরিকাঘাতে এক বাংলাদেশি নারী খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে ৪০ বছর বয়সী ওই নারীর মরদেহ তার ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ওই নারী তার দুই সন্তানকে বাসার পাশে স্কুলে দিয়ে আসেন। স্কুল শেষে তিনি সন্তানদের স্কুল থেকে আনতে না গেলে স্কুলের শিক্ষকরা তার বাসায় এসে ডাকাডাকি করতে থাকেন। এ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশকে ফোন করেন তারা। পরে পুলিশ এসে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় কমিউনিটির লোকজন এমন ঘটনায় বিস্মিত। কীভাবে এমন ঘটনা ঘটলো- বোঝার চেষ্টা করছেন তারা। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সূত্রে এখনও কেউ গ্রেফতার হয়নি। কারও কাছে কোনো তথ্য থাকলে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ।
এদিকে শনিবার রাতে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস, স্থানীয় কাউন্সিলর সিরাজুল হক ও কাউন্সিলর প্রার্থী রেবেকা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় স্থানীয় মসজিদের পক্ষ থেকে দোয়া করা হয়।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
প্রবাসের খবর