Tuesday, 29 March 2022

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য'র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য এর উদ্যোগে আলোচনা সভা ও কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) ইস্ট লন্ডনের হেনবারি স্ট্রিটস্থ একটি হলে কবি আতাউর রহমান মিলাদের সভাপতিত্বে এবং এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় উপস্থিত সকলে স্বধীনতা সময়কার ও বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করেন। 

দ্বিতীয় পর্বে ছিল কবিতাপাঠ। প্রথমে মহান স্বাধীনতা নিয়ে কবিতা পাঠ শুরু করা হয়। এরপর ধীরে ধীরে কবিতায় তুমুল আড্ডা জমে। এসময় একের পর এক কবিতা পাঠ করতে থাকেন সকলে। কবিতাপাঠের এই তুমুল আড্ডায় অংশ নেন গবেষক ফারুক আহমেদ, কবি মিলটন রহমান, কবি ইকবাল হোসেন বুল বুল, কবি মোসাইদ খান, কবি শামীম আহমদ, লেখক আনোয়ার শাহজাহান, ছড়াকার হিলাল সাইফ, কবি জুয়েল রাজ, কবি মুহাম্মদ মুহিদ, কবি আতাউর রহমান মিলাদ, এ কে এম আব্দুল্লাহ প্রমূখ। 

শেয়ার করুন