Tuesday, 29 March 2022

উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনে বর্তমান সরকার সাফল্য অর্জন করেছেঃ ইউএনও গোলাম কবীর


 গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবীর বলেছেন, সহিংসতা, উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনে বর্তমান সরকার সাফল্য অর্জন করেছে। কারো ধর্মানুভূতিতে আঘাত করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকার সব সময় কঠোর।ধর্মের সঠিক শিক্ষাকে কাজে লাগিয়ে সচেতনা সৃষ্টি করে উগ্রবাদী ও সমাজবিরোধীদের সহিংসতার পথ থেকে ফিরিয়ে আনতে হবে।তিনি গতকাল মঙ্গলবার বেসরকারি সংস্থা আইডিয়া আয়োজিত সেনসিটাইজেশন ওয়ার্কশপের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন  গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) মোঃ হারুনুর রশীদ চৌধুরী। সহিংসতা উগ্রবাদ প্রতিরোধে স্থানীয়, ধর্মীয় এবং আদিবাসী নেতৃবৃন্দের সাথে সেনসিটাইজেশন ওয়ার্কশপে ফেসিলেটর ছিলেন বেসরকারি সংস্থা আইডিয়ার সুদীপ্ত চৌধুরী, এশিয়া ফাউন্ডেশনের হামিদুল হক ও পিস প্রকল্পের রুজিনা বেগম।সমাপনী অধিবেশনে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নুরুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, কৈলাশ শাহনূর আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা এনামুল হক,সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, গোলাম দস্তগীর খান ছামিন প্রমুখ। 

শেয়ার করুন