গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে বাজিমাত দেখিয়েছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী। এ নির্বাচনে তিনি (চাকা প্রতীক) সকল প্রার্থীদের চেয়ে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৯২৭টি ভোট পেয়ে দ্বিতীয় বারের মত বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফ আহমদ (মোবাইল প্রতীক) পেয়েছেন ৩৪০টি ভোট।
উল্লেখ, সোমবার সকাল ৯টা বিকেল ৪টা পর্যন্ত গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪ টি ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ১৩৭৯ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২৯৪ জন।
খবর বিভাগঃ
গোলাপগঞ্জ