Sunday, 20 March 2022

গোলাপগঞ্জে আনুষ্ঠানিকভাবে টিসিবি পন্য বিক্রয় কার্যক্রম শুরু


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে আনুষ্ঠানিকভাবে ন্যায্য মূল্যে সরকারী উদ্যোগে টিসিবি পন্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রোববার বিকেলে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৬৪২জন লোকের মধ্যে চিনি, সয়াবিন তেল, ডাল বিক্রি করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা মিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ জিলু। এতে আরোও উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্য ও সদস্যাগন। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিক সমাজের কথা চিন্তা করে এ ধরনের কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছেন। জনগণ যাতে ন্যায্যমূল্যে খাদ্য পন্য ক্রয় করতে পারে এজন্য  প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বিশেষ কার্ডের মাধ্যমে টিসিবির ভালো মানের পণ্য বিক্রয় করা হচ্ছে।

শেয়ার করুন