Tuesday, 15 March 2022

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংবাদিক আব্দুল আহাদের হ্যাট্রিক বিজয়


গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ। এর আগেও তিনি দুইবার বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায়ীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ভোটাধিকার প্রয়োগ করেন। 

এ নির্বাচনে ব্যবসায়ী বান্ধব নেতা সাংবাদিক আব্দুল আহাদ (কাপ পিরিছ প্রতীক) ৬৩৫ ভোট পেয়ে হ্যাট্রিক বিজয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমদ আলী (দোয়াত কলম প্রতীক) পেয়েছেন ৫১২ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল খালিক (আম প্রতীক) ৭১টি ও ইউনুছ আহমদ চৌধুরী (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৩টি ভোট। 

নির্বাচনে ৪ টি ওয়ার্ডে সর্বমোট ভোটার ছিলেন ১৩৭৯ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২৯৪ জন। 

শেয়ার করুন