Tuesday, 1 March 2022

সিলেটে প্রতারক আমিন গ্রেপ্তার


সিলেটের আমিন রহমান ট্রাভেলস এর মালিক প্রতারক সেই আমিন রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কুশিয়ারা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের এসএমপি’র কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ।

উল্লেখ্য, সিলেটে রোমানিয়া পাঠানোর নামে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছেন এ ট্রাভেল এজেন্টের মালিক। প্রায় ৩শ' যুবক তার প্রতারণার স্বীকার বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত শনিবার দুপুরের দিকে আমিন রহমান ট্রাভেলসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রতারিতদের কয়েকজন। তাদের দাবি, প্রতারক আমিন রহমানকে গ্রেফতার ও টাকা উদ্ধার করা হউক।

শেয়ার করুন