জাতীয় মানবাধিকার পরিবেশবাদী, সমাজ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন United Social Network- USN সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে রোটারিয়ান রায়হানা বেগম চৌধুরীকে সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়কারী করা হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো.মুজিব উল্ল্যাহ চৌধুরী তুষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ দায়িত্ব দেয়া হয়।
উল্লেখ্য, সমাজের অবহেলিত মানুষগগুলোকে সঠিক রাস্তা দেখানোই United Social Network USN’র প্রধান কাজ। একতাবদ্ধ হয়ে দেশ ও সমাজের অসঙ্গতি নিয়ে কাজ করে সংগঠনটি। এছাড়া মানবাধিকার, শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন,পরিবেশ ও জলবায়ু, ভূমি, অভিবাসন নিয়ে কাজ করে সংগঠনটি।
এদিকে মানুষের পাশে থেকে মানুষের দুঃখ-দুর্দশা, সুবিধা-অসুবিধা সরকারের নজরে এনে কাজ করতে এগিয়ে যাওয়া জন্য রোটারিয়ান রায়হানা বেগম চৌধুরীকে সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়কারী করা হয়।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
বিজ্ঞপ্তি