Wednesday, 23 February 2022

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মটরসাইকেল আরোহী গুরুতর আহত

প্রতীকী ছবি

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন।  

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদের সামনের ঢাকাদক্ষিণ-গোলাপগঞ্জ সড়কে এ ঘটনাটি। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে এই তিন যুবকের বিয়ানীবাজার উপজেলায় বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদের সামনের ঢাকাদক্ষিণ-গোলাপগঞ্জ সড়কে নতুন কালভার্ট নির্মাণে পুরনো কালভার্ট ভেঙ্গে একটি বড় গর্ত খুড়া হয়েছে। যানবাহন চলাচলের জন্য রাস্তার সাইটে একটি রাস্তা মাটি ভরাট করে তৈরী করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে গোলাপগঞ্জ থেকে আসা একটি দ্রুত গতির মটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে এই গর্তের মধ্যেই পড়ে যায়। এতে মটরসাইকেলে থাকা ৩ জন আরোহী গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রেরণ করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়। 
 
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জুয়েল আহমদ নামের এক স্থানীয় ব্যবসায়ী। তিনি জানান, মটরসাইকেলের যে যুবক চালাচ্ছিল তার অবস্থা বেশি আশংকাজনক। 


সূত্রঃ জিভয়েস২৪

শেয়ার করুন