Monday, 14 February 2022

করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে


করোনায় চব্বিশ ঘণ্টায় দেশে ১৯ জনের মৃত্যু হয়েছে।এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৮৩৮ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৯২ জন। মোট রোগী শনাক্তের সংখ্যা ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার ২৮ জনের মৃত্যু হয়।শনাক্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮৩৮ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৪ হাজার ৬৪৯টি।পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৮৯টি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন।

এক দিনে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ জন, নারী ৭ জন। ঢাকা বিভাগে মারা গেছেন ১০ জন।ময়মনসিংহে ২, চট্টগ্রামে ৩, সিলেটে ১, খুলনায় ১, বরিশালে ১, ও রংপুরে ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 

শেয়ার করুন