শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে প্রেসব্রিফিংয়ে তারা এ ঘোষণা দিয়েছেন। তবে আন্দোলন চলবে কি না, সে ব্যাপারে তারা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে শনিবার বিকেল ৪টায় আবারও প্রেসব্রিফিং করে তাদের সিদ্ধান্ত জানাবেন।
শাবির ভিসি অধ্যাপক ড. ফরিদ উদ্দিনের পদত্যাগের এক দফা দাবির প্রেক্ষিতে প্রায় এক মাস ধরে চলমান আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের সাথে কথা বলতে শুক্রবার সকালে সিলেট এসে পৌঁছান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি দুপুর আড়াইটা থেকে প্রায় সাড়ে তিন ঘন্টার ম্যারাথন বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ জন প্রতিনিধি সাথে। ব্ঠৈকে শাবি ভিসির পদত্যাগসহ শিক্ষার্থীদের ৭দফা দাবি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
এরপর শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন ভালো আলোচনা হয়েছে। তাদের সব দাবি পূরণযোগ্য কেবল ভিসির পদত্যাগের বিষয়টি ছাড়া। সেটির এখতিয়ার কেবলমাত্র রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় উপাচার্যের।
রাত ৯টায় শিক্ষার্থীদের প্রেসব্রিফিংয়েও তারা একই কথা বলেছেন। আলোচনা ফলপ্রসু হয়েছে। আর শিক্ষামন্ত্রী আচার্যকে ভিসির ব্যাপারে তাদের অসন্তোষের কথা জানানোর আশ্বাস দিয়েছেন।
তবে আন্দোলন চলবে না স্থগিত থাকবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিতে হিমসিম খেয়েছেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তারা বলতে বাধ্য হয়েছেন যে, আপাতত শনিবার বিকেল ৪টায় প্রেসব্রিফিংয়ের আগ পর্যন্ত তারা কর্মসূচি পালন থেকে বিরত থাকছেন।
প্রেসব্রিফিংয়ে তারা জানিয়ে দিবেন, শনিবারের পর থেকে তারা আন্দোলনে থাকবেন কি থাকবেন না।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
সিলেট