Saturday, 19 February 2022

গোলাপগঞ্জে যুবক নিহতের ঘটনায় রাস্তা অবরোধ


গোলাপগঞ্জে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের নুরুপাড়া রঙ্গাই বিছরা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে তারিফ রহমান (২৬) নামের এক যুবক খুনের ঘটনায় রাস্তা অবরোধ করেছে এলাকাবাসী। 

শুক্রবার  রাত ১০টার দিকে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়ক অবরোধ করে তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করে। এসময় রাস্তার দুদিকে শতাধিক গাড়ি আটকে থাকে। ভোগান্তিতে পড়েন গাড়িতে থাকা যাত্রী সাধারণ। 

খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির সেখানে ছুটে আসেন। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেয়। 
 
অবরোধকারীরা জানান, আগামী ২৪ঘন্টার ভিতরে যদি হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করা না হয় তাহলে সিলেট জকিগঞ্জ সড়ক অবরোধ করা হবে ।

উল্লেখ্য, আজ (শুক্রবার) বিকেলে গোলাপগঞ্জের পৌর এলাকার ৯নং ওয়ার্ডের নুরুপাড়া রঙ্গাই বিছরা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের রনকেলী নয়াগ্রাম এলাকার তখলিছ আলীর পুত্র  তারিফ রহমান (২৬) নিহত হন। এ ঘটনায় একই গ্রামের তছন আলীর পুত্র আবু সুফিয়ান (২০) ও পারভেজ আহমদ (২১) গুরুতর আহত হন। 

শেয়ার করুন