Tuesday 1 February 2022

এড. ইকবাল চৌধুরীকে নিয়ে কবি ইকবাল বাল্মিকীর শোকগাঁথা



বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে সর্বত্র বইছে শোকের ছায়া। রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করছেন দেশ ও মাটির তরে নিবেদিত এ মহান নেতাকে। তেমনি কবিতার ছন্দে এ দীক্ষা গুরুকে বিদায় জানিয়েছেন প্রবাসী কবি ইকবাল বাল্মিকী। নিচে ইকবাল বাল্মিকীর রচিত কবিতাটি দেয়া হলো-


বিদায় হে দিক্ষা গুরু বিদায় 
ইকবাল বাল্মিকী

(জনতার মুখ প্রিয় ইকবাল ভাইয়ের জন্য শোকগাঁথা)

০১ 
একরাশ কান্না গলার কাছে থেমে আছে
একদল শাদা কবুতর  কালো হয়ে গেছে 
গোলাপের বাগান থেকে বনমালী আজ অদৃশ্য হলেন
বটবৃক্ষ যেন  মাথার উপর থেকে ছায়া সরিয়ে নিলেন ॥ 
প্রায় ত্রিশ বসন্তের আরও  আগে
একটি লাল বসন্তের গানে 
আমরা জেগেছিলাম মহামন্ত্রে 
মহামানুষের মিছিলের পুরোভাগে ….
তুমি ছিলে কান্ডারী আমরা মাত্র মাঝি মাল্লা 
শিকল ভাঙ্গার প্রশ্নে  ভীম সমুদ্রে ধরেছ পাল্লা 
কতো না চড়াই কতো না উৎরাই 
দিয়েছ পাড়ি, শঙ্কাহীন, ডরনাই 
তোমাকে কী কেড়ে নিতে পারে মৃত্যু হীমাগার 
যার স্হান  ধমনিতে, যে বক্ষ ছিল জনতার ॥

০২ 
এসো এক মহাপ্রাণের জন্য ক্রন্দন করি 
এসো এক কবিপ্রাণের জন্য ক্রন্দন করি
অশ্রু এবং প্রেম যে সম্পর্কে বাঁধা 
মানব কল্যাণে তেমন তোমার ইরাদা
আসন গেড়েছিল ,কর্মে 
তুমি চিরঞ্জীব এই মর্মে …
তোমার জন্য তাই অশ্রু বুঝাই শোকতরী ভাসিয়ে দিলাম 
ওগো বন্ধু, অদীনের মুজিবীয় সালাম এবং লাল সালাম ॥

০৩
হতে পারে ,কিশোর রাতে আর ডাকবেনা পাখি 
হয়তো বা লাল বইয়ের পাতায় জাগবেনা আখি
তবুওতো কিছু গল্প রেখে গেলে 
অনাগত কাল দেখবে চোখ মেলে
মানবপ্রেমী আদর্শের আল ধরে
নিভৃতে হাটে,কালে ও কালান্তরে …


উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী শনিবার রাত ১২টা ২০ মিনিটে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮০ বছর। তিনি আত্মীয়-স্বজন, রাজনৈতিক কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীসহ অগণিত গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি-সহ বাধ্যর্ক জনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রবীন এ রাজনীতিবিদকে তাঁর নিজ গ্রাম রফিপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) বাদ জোহর সিলেটের দরগাহ হযরত শাহজালাল (রহঃ) জামে মসজিদে তাঁর প্রথম জানাজা এবং বাদ আসর নিজ উপজেলা গোলাপগঞ্জ সরকারি এম,সি একাডেমি মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।  

প্রসঙ্গত,বর্ষীয়ান রাজনীতিবিদ, দেশের প্রগতিশীল রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব, শিক্ষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধসহ সকল গনতান্ত্রিক আন্দোলনে মুক্তিকামী মানুষের পক্ষে জীবন অতিবাহিত করা এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে গোলাপগঞ্জ-সহ পুরো সিলেটে নেমে এসেছে শোকের ছায়া ।

শেয়ার করুন