শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানকে। আজ রোববার রাত ১০ টায় সিলেটের চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের সর্বস্তরের মানুষসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব,ইমজা,ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, সিলেটে সিটি কর্পোরেশন,সাংবাদিক ইউনিয়ন ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, যুবলীগ, ছাত্রলীগ শ্রদ্ধা নিবেদন করে। এ ছড়াও বিভিন্ন দল, ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এ সময় তাঁর কর্মক্ষেত্র বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় আয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকট মিসবাহ উদ্দিন সিরাজ,মরহুমুরে ছোট ভাই পির মিসবাহ এমপি,মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ,জেলা ছাত্রলীগের সভাপি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ,মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের লাশবাহী এম্বুলেন্স তার প্রিয় শহর সুনামগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।
সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। বাদ জোহর জেলার কেন্দ্রীয় মসজিদে এবং পরে নিজ গ্রাম মাইজবাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।
এর আগে জাতীয় প্রেসক্লাবের পর পীর হাবিবের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হয়। বেলা তিনটায় সাংবাদিক পীর হাবিবের কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হয়।
জানা গেছে, গত বছরের অক্টোবরে মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লানটেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। এরপর গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। করোনামুক্ত হলেও কিডনির জটিলতায় পীর হাবিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় স্ট্রোক করলে তাঁকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
শোক সংবাদ