|
রান্নাঘরের ধ্বংসাবশেষ। |
গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ন'টায় গোলাপগঞ্জের বানিগাজী গ্রামের দুটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সৌদি আরব প্রবাসী আব্দুল ফয়েজ মাস্টার এবং বুধবারীবাজার ইউনিয়ন যুবলীগের কোষাধ্যক্ষ ও পূবালী ব্যাংক কর্মকর্তা আব্দুল হামিদের যৌথঘরের ৬টি রুমই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
|
অগ্নিকাণ্ডের ছবি। |
|
আব্দুল ফয়েজ ও আব্দুল হামিদের এই সেই যৌথ বসতঘর। যার পুরোটাই পুড়ে ছাই হয়ে যায়। |
|
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি কক্ষের ধ্বংসাবশেষ। |
|
অপর আরেকটি কক্ষের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ। |
|
পুড়ে যাওয়া একটি ঝুলন্ত ফ্যান। |
|
অগ্নিকাণ্ডে ধ্বংসপ্রাপ্ত ঘরের দেয়াল। |
|
অগ্নিকাণ্ডে ব্যবহার অনুপযোগী হয়ে দাঁড়িয়ে আছে মায়া আর মমতা দিয়ে গড়া অনেক শখের ঘরটি |
|
মেঝেতে পড়ে আছে পুড়ে যাওয়া জিনিসপত্র |
|
ছাই হয়ে পড়ে আছে ঘরের আসবাবপত্র। |
|
মেঝেতে পুড়ে ছাই হয়ে পড়ে আছে ব্যবহৃত জিনিসপত্র |
|
ব্যবহারযোগ্য কিছুই নেই আর অবশিষ্ট। |
এছাড়া, অগ্নিকাণ্ডের সময় আগুনের ব্যাপকতায় পার্শ্ববর্তী আব্দুল মুহিতের বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে আব্দুল মুহিতের বসতঘরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
|
আব্দুল মুহিতের আংশিক পুড়ে যাওয়া ঘর। |
আরোও পড়ুনঃ
শেয়ার করুন