গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের পুড়ে যাওয়া সেই বসতঘর পরিদর্শন করেছেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তিনি খাদ্য সামগ্রী ও শীত নিবারণী কম্বল নিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ান।
এসময় পরিবারগুলোর সাথে তিনি কথা বলেন এবং স্বচক্ষে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘর ও ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে তাদের প্রতি সহানুভূতি জানান।
ঘরের ভিতর পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ |
পরিদর্শন শেষে নাজিরা বেগম শিলা বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো উপজেলা পরিষদ এবং সরকারের বিশেষ তহবিল হতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর। এছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতিও আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, বানিগাজী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর নুর, উপজেলা যুবলীগ নেতা তারেক আহমদ, বুধবারীবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ লিটন, কুশিয়ারা নিউজ ডটকমের সম্পাদক সালমান কাদের দিপু, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা তাহের আহমদ প্রমুখ।
ঘরের ভিতর পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ |
উল্লেখ্য, গতকাল (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বানিগাজী গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল ফয়েজ মাস্টার এবং বুধবারীবাজার ইউনিয়ন যুবলীগের কোষাধ্যক্ষ ও পূবালী ব্যাংক কর্মকর্তা আব্দুল হামিদের যৌথ ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় যৌথঘরের ৬টি রুমই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়া, অগ্নিকাণ্ডের সময় আগুনের ব্যাপকতায় পার্শ্ববর্তী আব্দুল মুহিতের বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে আব্দুল মুহিতের বসতঘরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দু'টি বসতঘরের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, দুর্ঘটনার সময় জরুরী সেবা ৯৯৯-এ কলের ভিত্তিতে দ্রুত সময়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস টিম দুর্ঘটনাস্থলে পৌছায়। তবে ফায়ার সার্ভিস টিম আসার পূর্বেই অগ্নিকাণ্ডের সংবাদ মুহুর্তে চারিদিকে ছড়িয়ে পড়লে বৃহত্তর চন্দরপুর এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করতে আপ্রাণ চেষ্টা করেন। এসময় শতশত মানুষের আপ্রাণ চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসলেও দমকল বাহিনী এসেই পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন নিয়ন্ত্রণে আনার পর গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস টিমের লিডার মোঃ লিয়াকত আলী জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এলাকাসীর সহযোগিতায় দীর্ঘসময়ে আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
গোলাপগঞ্জ
স্থানীয় সংবাদ