গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান। আজ রবিবার(৬ ফেব্রুয়ারী) সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব দেওয়া হয়।
লুৎফুর রহমানকে পাঠানো পত্রে নাসির উদ্দিন খান উল্লেখ করেন, ‘গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার কার্যনির্বাহী সংসদ আপনাকে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব প্রদান করেছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’
উল্লেখ্য,গত শনিবার (২৯ জানুয়ারি) রাত ১২টা ২০মিনিটের সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
খবর বিভাগঃ
গোলাপগঞ্জ