গোলাপগঞ্জের পৌর এলাকার ৯নং ওয়ার্ডের নুরুপাড়া রঙ্গাই বিছরা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে তারিফ রহমান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানা যায়।
নিহত যুবক পৌর এলাকার ৭নং ওয়ার্ডের রনকেলী নয়াগ্রাম এলাকার তখলিছ আলীর পুত্র।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই রেজন আহমদ। আহতরা হলেন একই গ্রামের তছন আলীর পুত্র আবু সুফিয়ান (২০) ও পারভেজ আহমদ (২১) ।
গোলাপগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ফুটবলে খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এক পক্ষের ছুরিকাঘাতে তারিফ রহমান নামের এক যুবক হাসপাতালে নেয়ার পথে নিহত হয়। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন, তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপার গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
গোলাপগঞ্জ