নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের উদ্যোগে ও উপজেলা সভাকক্ষে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির বেগম শীলার সভাপতিত্বে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবীর, পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, সদর ইউনিয়ন চেয়ারম্যান তমজ্জুল আলী, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হানিফ খান, লক্ষ্মিপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, লক্ষনাবন্দ ইউপি চেয়ারম্যান খলকুর রহমান, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, আমুড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, বাদেপাশা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম কবীর উদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা নুরুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা এড. ইকবাল আহমদ চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
খবর বিভাগঃ
গোলাপগঞ্জ