ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে হামলা বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার আরব আমিরাত দুটি ব্যালেস্টিক মিসাইল গুলি করে ভূপাতিত করেছে। এই খবরের মধ্যে হুথিরা হামলা বাড়ানোর ঘোষণা দিল।
খবরে আরও বলা হয়েছে, হুথি বিদ্রোহীরা দক্ষিণ সৌদি আরবেও মিসাইল নিক্ষেপ করেছে। এতে দুইজন আহত হয়েছেন। এছাড়া সৌদি কর্তৃপক্ষ একটি প্রজেক্টাইল ধ্বংসের দাবি করেছে।
ইরান সমর্থিত হুথিরা আবু ধাবিতে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া দুবাইয়ের কিছু গুরুত্বপূর্ণ জায়গাতেও হামলা চালিয়েছে তারা।
এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়। ভয়াবহ ওই হামলায় ভারতের দুই নাগরিকসহ মোট তিনজন নিহত হন।
হামলার পর হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া শরি বলেন, সুক্ষ্ণ নির্ভুলতার সঙ্গে লক্ষ্য হাসিল হয়েছে।
বিদ্রোহীদের এই মুখপাত্র আরও বলেছিলেন, পরবর্তীতে তারা আরও হামলা চালাতে প্রস্তুত রয়েছেন।
এদিকে সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, হুথি মিলিশিয়ারা ইয়েমেনে দুর্নীতি এবং দেশটির বেসামরিক নাগরিকদের হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীর ধারাবাহিক হামলা বন্ধে আন্তর্জাতিক গোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করে সৌদি আরব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি মিলিশিয়াদের আগ্রাসনমূলক ব্যবহারের ইতি টানার আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সৌদি জোটের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হুথিদের স্বার্থে আঘাত হানায় তারা আমিরাতে এমন হামলা চালাচ্ছেন। সাম্প্রতিক হামলায় বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ দেশ আরব আমিরাতের নাজুকতা বেরিয়ে এসেছে বলেও বিশ্লেষকরা মত প্রদান করেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক