Wednesday, 26 January 2022

যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেলো বানিগাজী যুব সংঘ


গোলাপগঞ্জ উপজেলার বানিগাজী গ্রামের সামাজিক সংগঠন 'বানিগাজী যুব সংঘ'কে নিবন্ধন দিয়েছে
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট। যার নিবন্ধন নং- যুবউ/সিল/০০৯৮/২০২১

গত ২৯ নভেম্বর ২০২১ইং তারিখে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট-এর উপপরিচালক মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত নিবন্ধন সনদে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, গ্রামের জনকল্যাণমূলক কাজের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় বানিগাজী যুব সংঘ। ইতোমধ্যে গ্রামের বেশকিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করেছে সংগঠনটি।

এদিকে সংগঠনটি নিবন্ধিত হওয়ায় যুব উন্নয়ন অধিদপ্তর এবং সংগঠনের সকল সদস্য-সহ গ্রামবাসীর প্রতি ধন্যবাদ জানিয়েছেন যুব সংঘের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ লিটন। সংগঠনটি যেন আজীবন সামাজিক ও মানবতার কাজে অংশ নিয়ে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছতে পারে সেজন্য সকলের দোয়া ও পাশে থাকার আহবান জানিয়েছেন তারা।

শেয়ার করুন