Saturday, 29 January 2022

গোলাপগঞ্জে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেট'র শীত বস্ত্র বিতরণ


গোলাপগঞ্জের বানিগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেট।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে বানিগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকদের হাতে এ শীত বস্ত্র তুলে দেয় সংগঠনটি।

শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে এল.জি.ই.ডি সিলেটের সাবেক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহি উদ্দিন কলি'র সভাপতিত্বে এবং বানিগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেটের জেলা কমিশনার সিদ্দিকা খাতুন চৌধুরী।


অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বানিগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রত্না বেগম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক ব্যাংকার ও বানিগাজী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মাহবুবুল হক, সাবেক সভাপতি কামাল উদ্দিন আমান, সমাজসেবী নূর মিয়া, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেটের জেলা ট্রেজারার শামীমা আক্তার, আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগম, যুক্তরাজ্য প্রবাসী আলতাফ হোসেন।

এসময় বক্তারা বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন সিলেট-এর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সিলেট থেকে গোলাপগঞ্জের একটি পল্লীতে এসে প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করায় গার্লস গাইড এসোসিয়েশনের স্বেচ্ছাসেবী কর্মসূচীর ব্যাপক প্রশংসা করেন তারা। এসময় বক্তারা গার্লস গাইড এসোসিয়েশন সিলেট-এর আরোও সাফল্য কামনা করেন।


অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন শিক্ষিকা রুলি বেগম, খালেদ আহমদ, গার্লস গাইড এসোসিয়েশন সিলেটের আঞ্চলিক রেঞ্জার পূর্বা দাস প্রমা ও উম্মে হুরায়রা-সহ আরোও অনেকে।

শেয়ার করুন