গোলাপগঞ্জের চন্দরপুরে আতিকুর রহমান আতিক একাডেমির পক্ষ থেকে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চন্দরপুর বাজারে এ মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় বাজার ও আশপাশ সড়কের ব্যবসায়ী, পথচারী ও গাড়ী চালক-সহ প্রায় এক হাজার মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
এতে সার্বিক সহযোগিতা করেছে সামাজিক সংগঠন সত্যের পথে যুব সংঘ এবং চন্দরপুর যুবসমাজ।
মাস্ক বিতরণীর সূচনায় আয়োজিত অনুষ্ঠানে সত্যের পথে যুব সংঘের সভাপতি আরিফ আহমেদ জিল্লুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবলু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল-ওয়ালিদাইন ফাউন্ডেশন ও আতিকুর রহমান একাডেমির প্রতিষ্ঠাতা, সমাজসেবী ও ক্রীড়ানুরাগী আতিকুর রহমান আতিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দরপুর বাজার বণিক সমিতির সভাপতি ডাঃ আব্দুল মতলিব, জালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জিলু, সমাজসেবী ইকবাল আহমদ, দ্বীন মোহাম্মদ একাডেমির প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, সাইদুল ইসলাম লাল, সাব্বির আহমদ চৌধুরী, আরশাদ হোসাইন, বৃহত্তর চন্দরপুর মর্নিং বার্ড প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হানিফ।
এছাড়া উপস্থিত ছিলেন, সত্যের পথে যুব সংঘের সহ-সভাপতি জুবের আহমদ, সহ-সাধারন সম্পাদক গৌছ উদ্দিন, সমাজকর্মী রাদিস আহমেদ, সুহেল আহমদ নাহিদ ইসলাম, সুহেল আহমেদ, রুহুল আমীন, সালমান কাদের দিপু, শহিদুল ইসলাম পাপ্পু, সত্যের পথে যুব সংঘের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রোমান আহমদ,অর্থ সম্পাদক তানভীর আহমদ, সহ সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ, দপ্তর সম্পাদক সুলতান আহমদ হাসান, সহ দপ্তর সম্পাদক শিপলু আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক এম জেড রেদোয়ান আহমদ, আইন বিষয়ক সম্পাদক সায়েক আহমদ-সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।