Wednesday, 26 January 2022

চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু , স্থগিত ইউপি নির্বাচন


চেয়ারম্যান পদে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে বগুড়া গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে মনোনীত মৃত ব্যক্তির নাম আশরাফুল হক গোল্লা। তিনি চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

আগামী ৩১ জানুয়ারি এই ইউপিতে ভোটগ্রহণের কথা ছিল। বুধবার সন্ধ্যায় গাবতলী উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচন অফিসার রুহুল আমিন জানান, সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ব্রিজের নিকট মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক গোল্লা নিহত হন।

শেয়ার করুন