Wednesday, 26 January 2022

গোলাপগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যাদের শপথ গ্রহণ


নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে গেজেট হওয়া ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যাদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) প্রথমে সকাল ১১টায় উপজেলার ১০টি ইউনিয়নের নব নির্বাচন চেয়ারম্যানবৃন্দ সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহন করেন। এসময় তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।

এরপর বিকেল ৪টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ১০টি ইউনিয়নের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। তাদের শপথ বাক্য পাঠ করান গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির।

শপথ বাক্য পাঠের পূর্বে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
 
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, কৃষি অফিসার আনিসুজ্জামান, সমাজসেবা অফিসার নুরুল হক, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সহ ৪টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ।

শেয়ার করুন