Friday, 21 January 2022

আছিরগঞ্জে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন ও ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত


আছিরগঞ্জে মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ২টায় অতিথিবৃন্দ ফিতা কেটে এ সেন্টারের উদ্বোধন করেন।


এর আগে সকাল ১০টা থেকে এ সেন্টারের উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ডাক্তারগণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এর ব্যবস্থাপনা পরিচালক শাহিন আহমদের পিতা করামত আলীর সভাপতিত্বে এবং সাবেক সেনা সদস্য নুনু মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

যুব সংগঠক জহিরুল ইসলামের কোরআন তেলাওয়াত এবং উত্তর বাদেপাশা ইউপির ২নং ওয়ার্ডের সদস্য এনামুল কবিরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিলপাড়া ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য ফাইদুল ইসলাম, বুধবারীবাজার ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন, এবাদুল হক, অনিরাজ রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী নিয়াজ মাহবুব, কুশিয়ারা নিউজের সম্পাদক সালমান কাদের দিপু।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী নিয়ামত আলী, মনিয়া মাস্টার, ফ্রান্স প্রবাসী মাহমুদুর রহমান মাছুম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সরিফুল ইসলাম প্রমুখ।


এসময় বক্তারা মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সাফল্য কামনা করেন এবং আছিরগঞ্জ বাজারে এ সেবা নিয়ে আসার জন্য এর সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মেডিলাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে সপ্তাহের ৭দিন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসাসেবা প্রদান করবেন। এর মধ্যে উদ্বোধনী দিনে ফ্রি ক্যাম্পিংয়ে অংশ নিয়ে চিকিৎসাসেবা প্রদান করেছেন ইবনে সিনা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আলম, মেডিসিন, বাত, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা বেগম, নাক, কান, গলা বিভাগের ডাঃ আজহারুল ইসলাম রানা, গাইনি ও অবস বিভাগের ফাতিমা তুজ ঝাহরা, মেডিসিন, শিশু ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ ডাঃ মোঃ মঈনুল আম্বিয়া, চর্ম, যৌন ও শিশু রোগে অভিজ্ঞ ডাঃ হোসেন সারোয়ার নিশাদ, হৃদরোগ, চর্ম ও ডায়াবেটিস অভিজ্ঞ ডাঃ দেলোয়ার হোসেন।

উল্লেখিত ডাক্তারগন-সহ সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আখতার উজ জামান সপ্তাহের ৭ দিন এ সেন্টারে নির্ধারিত দিনে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করবেন।

এছাড়াও এখানে যেসব সেবা পাওয়া যাবেঃ

১। ইমারজেন্সি সেবা, সপ্তাহে ৭ দিন। 
২। ডক্টর চেম্বার নিয়মিত। 
৩। আল্ট্রাসনোগ্রাফী । 
৪। ই,সি,জি। 
৫। সকল ধরনের প্রস্রাব  পরীক্ষা। 
৬। সকল ধরনের ব্লাড পরীক্ষা।(জন্ডিস, কলেস্টেরল, হরমন ইত্যাদি) 

প্রাথমিক চিকিৎসার সু-ব্যবস্থা রয়েছে, যেমনঃ 

৭। প্রেশার  মাপা।
৮। ডায়াবেটিস মাপা
৯। নেবুলাইজেশন (ছোট্ট এবং বড়দের)। 
১০। বাচ্চাদের খতনা সুন্নাহ। 
১১। নাক ও কানে দাগা। 
১২। অক্সিজেন ব্যবস্থা । 
১৩। প্রশ্রাবের নল দেয়া ও খোলা (Cathetar)
১৪। ড্রেসিং, ফোঁড়া কাটা,সেলাই কাটাসহ অন্যান্য ছোট খাটো অপারেশন করা। 
১৫। NG টিউব করা এবং খোলা। 
১৬। ইনজেকশন, স্যালাইন পুশিং ও কেনোলা করা এবং
১৭। সকল ধরনের ভ্যাকসিন দেয়া ইত্যাদি

যোগাযোগঃ
মেডি লাইফ ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।
তোতার আলী মার্কেট, হাই স্কুল এন্ড কলেজ রোড, আছিরগঞ্জ বাজার।
বিয়ানীবাজার, সিলেট। 
মোবাইলঃ ০১৬১২-১০৩৩৫০, ০১৬১২-১০৩৩৫১ 

শেয়ার করুন