আছিরগঞ্জে যাত্রা শুরু করতে যাচ্ছে মেডি লাইফ ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার। আগামীকাল শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় আছিরগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ রোডস্থ তোতাব আলী মার্কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
এসময় ৮নং তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেন্টারের উদ্বোধন করবেন।
উদ্বোধন উপলক্ষে এ দিন সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত ফ্রি ক্যাম্পিং অনুষ্ঠিত হবে। এসময় বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করবেন। আগ্রহী রোগীদের উল্লেখিত ফোন নাম্বারে (০১৬১২-১০৩৩৫০ এবং ০১৬১২-১০৩৩৫) যোগাযোগ করে টিকিট সংগ্রহের জন্য সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে।
উল্লেখ্য, মেডি লাইফ ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে সপ্তাহের ৭দিন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করবেন।
যেসকল ডাক্তারগণ রোগী দেখবেনঃ
এছাড়াও এখানে যেসব সেবা পাওয়া যাবেঃ
১। ইমারজেন্সি সেবা, সপ্তাহে ৭ দিন।
২। ডক্টর চেম্বার নিয়মিত।
৩। আল্ট্রাসনোগ্রাফী ।
৪। ই,সি,জি।
৫। সকল ধরনের প্রস্রাব পরীক্ষা।
৬। সকল ধরনের ব্লাড পরীক্ষা।(জন্ডিস, কলেস্টেরল, হরমন ইত্যাদি)
এছাড়াও প্রাথমিক চিকিৎসার সু-ব্যবস্থা রয়েছে, যেমনঃ
৭। প্রেশার মাপা।
৮। ডায়াবেটিস মাপা
৯। নেবুলাইজেশন (ছোট্ট এবং বড়দের)।
১০। বাচ্চাদের খতনা সুন্নাহ।
১১। নাক ও কানে দাগা।
১২। অক্সিজেন ব্যবস্থা ।
১৩। প্রশ্রাবের নল দেয়া ও খোলা (Cathetar)
১৪। ড্রেসিং, ফোঁড়া কাটা,সেলাই কাটাসহ অন্যান্য ছোট খাটো অপারেশন করা।
১৫। NG টিউব করা এবং খোলা।
১৬। ইনজেকশন, স্যালাইন পুশিং ও কেনোলা করা এবং
১৭। সকল ধরনের ভ্যাকসিন দেয়া ইত্যাদি
যোগাযোগঃ
মেডি লাইফ ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।
তোতার আলী মার্কেট, হাই স্কুল এন্ড কলেজ রোড, আছিরগঞ্জ বাজার।
বিয়ানীবাজার, সিলেট।
মোবাইলঃ ০১৬১২-১০৩৩৫০, ০১৬১২-১০৩৩৫১
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ