দেশে করোনাভাইরাসের চিকিৎসায় মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার (৮ নভেম্বর) ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আইয়ুব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দেশের কয়েকটি প্রতিষ্ঠান মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন জানায়। অধিদপ্তর প্রাথমিকভাবে তাদের অনুমোদন দিয়েছে।
তিনি জানান, এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান দেশে মলনুপিরাভির উৎপাদন ও বিপণনের অনুমতি চেয়ে আবেদন করেছে।
খুব শিগগির তাদের 'রেসিপি' অনুমোদন দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, মলনুপিরাভির করোনা চিকিৎসায় প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেট, যা ইনজেকশনের মাধ্যমে পুশ না করে ওষুধ হিসেবে খাওয়া যাবে।
গত ৪ দিন আগে যুক্তরাজ্যে এ ওষুধের অনুমোদন দেয় দেশটির সরকার। যুক্তরাজ্যে অনুমোদনের ৪ দিন পর দেশে ওষুধটির উৎপাদন ও ব্যবহারের বিষয়ে উদ্যোগ নেওয়া হলো।
খবর বিভাগঃ
বাংলাদেশ