চন্দরপুরে সাইদুল ইসলামের প্রবাস গমণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বাদ সন্ধ্যায় ভাই-ব্রাদার্সের পক্ষ থেকে তাকে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় ভাই-ব্রাদার্সের পক্ষ থেকে সাইদুল ইসলামের হাতে বিদায়ী সংবর্ধনা স্মারক তুলে দেয়া হয়।
সংবর্ধনা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন, সাইফুল হক, জুনেদ আহমদ, সালেহ আহমদ, বাবলু মিয়া, শাহীন আহমদ নিলয়, সালমান কাদের দিপু, হোসাইন সারোয়ার, জিবার আহমদ, নুরুল আলম, সাব্বির আহমদ, জবলু আহমদ, হাসান আহমদ ও এমরান আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত সকলে সাইদুল ইসলামের প্রবাস যাত্রায় মঙ্গল কামনা করে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাইদুল ইসলাম দেশে ছুটি কাটাতে এসে করোনা জটে আটকা পড়েন। বিমানবন্দরে পিসিআর ল্যাবজনিত সমস্যায় তিনি দীর্ঘদিন থেকে দেশে অবস্থান করেন। সম্প্রতি এ সমস্যার অবসান হলে তিনি আবারও নিজ কর্মস্থলে গমণ করছেন।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ