Friday, 12 November 2021

২ ধাপের ইউপি নির্বাচনঃ সিলেট জেলায় বিজয়ী যারা


কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হলো সিলেট জেলার দ্বিতীয় ধাপের নির্বাচন।এই ধাপে অনুষ্ঠিত হয়েছে মোট ১৫ টি ইউনিয়নের নির্বাচন।

এর মধ্যে রয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার ৫টি ,বালাগঞ্জের ৬টি ও সদর উপজেলার ৪ টি।

এসব ইউনিয়নে বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে যারা জয়লাভ করেছেন তারা হলেন,সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাওলানা রফিকুজ্জামান,জালালাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের মো: উবায়দুল্লাহ ইসহাক,মোগলগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের মো: হিরণ মিয়া, এবং কান্দিগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মনাফ।

কোম্পানীগঞ্জে ইসলামপুর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন আলম ও তেলিখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল অদুদ আলফু, ইছাকলস ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়নে আওয়ামীলীগের ফয়জুর রহমান মাস্টার ও দক্ষিণ রণিখাই ইউনিয়নে আওয়ামীলীগের ইকবাল হোসেন ইমাদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এবং বালাগঞ্জ উপজেলার, সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুনিম,পূর্ব গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম মুজিবুর রহমান।পশ্চিম

গৌরীপুরে স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান বোয়ালজুড় ইউনিয়নে আওয়ামীলীগের আনহার মিয়া বিজয়ী হয়েছেন। দেওয়ানবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম বিজয়ী হয়েছেন।পূর্ব পৈলনপুর ইউনিয়নে আওয়ামীলীগের শিহাব উদ্দিন বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সিলেটের ১৫ ইউনিয়নে সর্বমোট ১৪৩ টি কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ছিলেন ২ লাখ ৪৭ হাজার ২৫৪ জন ।এবং চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৬৮ জন।

শেয়ার করুন