Saturday, 13 November 2021

সিলেটে নামছে বৃষ্টি, শীত নামতে আরোও দেরী


সিলেট অঞ্চলে বৃষ্টি হওয়ার পূর্বভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বলা হচ্ছে, এ অঞ্চলে শীত নামতে আরোও কিছুদিন দেরী হবে বলে।

শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই সিলেটের আকাশে বইছে রোদ-মেঘের লুকোচুরি খেলা। মেঘ-বৃষ্টির যে প্রবণতা তা আগামী আরোও তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বেশি জানিয়ে আবহাওয়াবিদরা বলেছেন, আপাতত শীত নামার কোনো লক্ষণ নেই।
 
জানা গেছে, শনিবার সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা। সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের দেখা মেলেনি। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমান যে হালকা বৃষ্টি ও মেঘলা অবস্থা রয়েছে সেটি আগামী ১৫/১৬ নভেম্বর পর্যন্ত থাকতে পারে। সঙ্গে বৃষ্টিও থাকতে পারে। সারাদিন ধরে বৃষ্টি হবে এমন নয়, গুঁড়ি গুঁড়ি হওয়ার সম্ভবনা রয়েছে।

এ সময়ে বৃষ্টির কারণ হিসেবে বলা হচ্ছে- পূবালী ও পশ্চিমা বায়ুর সংযোগে এই বৃষ্টি হবে।
 
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আপাতত রাতের তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। দিনে আকাশে মেঘ থাকলে তাপমাত্রা কমে যাবে। শনিবার মেঘ থাকায় তাপমাত্রা অনেকটাই কমে গেছে। রোববার তাপমাত্রা হয়তো একটু বাড়বে। পরশু হয়তো একটু কমবে। সার্বিকভাবে আপাতত রাতের তাপমাত্রা কমবে না। যেহেতু মেঘলা আকাশ, ফলে কোথাও কোথাও রাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টির কারণে কিংবা বৃষ্টি চলে যাওয়ার পর শীত জেঁকে বসার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টি কমে গেলে রাতের তাপমাত্রা হয়তো কিছুটা কমবে। আগামী দু-একদিন রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তাই আপাতত শীত জেঁকে বসার কোন সম্ভাবনা নেই।

দক্ষিণ আন্দামান ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি শক্তিশালী হয়ে সর্বোচ্চ নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটিও ভারতের তামিলনাড়ুর দিকে যেতে পারে। আমাদের এদিকে এর প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই।

শেয়ার করুন