কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জের সামাদ উদ্দিন খাঁন। রোববার গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুলহক নূর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ বিজ্ঞপ্তিতে আরো ৩জনকে সদস্য করা হয়, তারা হলেন, শাহাবুদ্দিন আহমেদ (শুভ), এম এস এ মাহমুদ, মো: ইব্রাহিম হোসেন।
এ ব্যাপারে নব নির্বাচিত সদস্য সামাদ উদ্দিন খাঁন
জানান, আমায় কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আমি কমিটির আহবায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুলহক নূরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমি যেন ভালভাবে এই গুরু দায়িত্ব পালন করতে পারি এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
উল্লেখ্য, সামাদ খানের বাড়ি উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া ইসলাম টুল গ্রামে।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ