Sunday 24 October 2021

আল-এমদাদ ডিগ্রী কলেজ রোডের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন



গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বি.কে স্কুল - আল এমদাদ ডিগ্রী কলেজ চন্দরপুর, সড়কের উন্নয়নকাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ। রোববার (২৪ অক্টোবর) সকালে উন্নয়ন কাজের এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় ৯২০ মিটার উন্নয়ন কাজের এ সড়কটিতে ব্যয় হবে প্রায় ৮০ লাখ টাকা। যা বি,কে সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে কটলীপাড়া-বসন্তপুর সড়কে সংযুক্ত হবে।

রাস্তাটির উন্নয়নকাজ হলে আল-এমদাদ ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি উপকৃত হবেন ৩/৪ গ্রামের মানুষ। বিশেষ করে বনগ্রাম, কালিডহর এবং বানিগাজী গ্রামের জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতে চলেছে।

সড়কটির উন্নয়নকাজের টেন্ডার সম্পন্ন এবং ভিত্তিপ্রস্থর স্থাপন করায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন এলাকাবাসী।

ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, আল-এমদাদ ডিগ্রী কলেজ গভর্ণিং বডির সভাপতি মনজুর আহমদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সদস্য আমান উদ্দিন ও নুরুল ইসলাম, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিজাম উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সদস্য রুহেল আহমদ রিপন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান, সাধারন সম্পাদক আফতার হোসেন, জেলা যুবলীগ নেতা শাহিন আহমদ, বুধবারীবাজার ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল আহমদ জয়, সাধারন সম্পাদক জুনেদ আহমদ লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপু, সাধারন সম্পাদক তুলন আহমদ, ছাত্রনেতা আলী হোসেন রাদিস প্রমুখ।


শেয়ার করুন