চন্দরপুরের প্রবীণ মুরব্বী ডাঃ আজির উদ্দিন মৃত্যুবরণ করেছেন। আজ বুধবার ভোর ৫ঃ৩০ মিনিটে তিনি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্নালিল্লাহি.........রাজিউন)।
সপ্তাহখানেক পূর্বে তিনি শ্বাসকস্টজনিত সমস্যায় ভোগে ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল আইসিইউ'তে ভর্তি করা হলে আজ ভোরে তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন।
এর আগে প্রায় মাসখানেক পূর্বে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্তের পর থেকেই তাঁর অক্সিজেন সমস্যা দেখা দিয়েছিলো। তবে সকল সমস্যা কাটিয়ে তিনি মাসখানেক মোটামুটি সুস্থ অবস্থায় বাড়িতেই ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৪ পুত্র, নাতিনাতনি-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ দুপুর ২টায় চন্দরপুর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
ডাঃ আজির উদ্দিন চন্দরপুর বাজারে দীর্ঘদিন হোমিওপ্যাথি চিকিৎসাসেবা দিয়েছেন। চিকিৎসা প্রদানে তাঁর পরিচিতি ছিলো ব্যাপক।
তাঁর জানাজার নামাজে চন্দরপুর বাজারের ব্যবসায়ী, মুরুব্বী, সমাজসেবী এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের মাগফেরাত চেয়ে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।
খবর বিভাগঃ
শোক সংবাদ