Sunday, 3 October 2021

দক্ষিণ সুরমায় তাজুল ইসলাম ক্রিকেট একাডেমির সাধারণ সভা



দক্ষিণ সুরমার লালাবাজারস্হ তাজুল ইসলাম ক্রিকেট একাডেমি পরিচালনা পরিষদের  সাধারণ সভা গত শুক্রবার একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

তাজুল ইসলাম ক্রিকেট একাডেমির সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আখতার মিয়ার পরিচালনায় সভায় পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুকিত খান,  জুহেল আহমেদ, ইমন আহমদ, সাইদুল ইসলাম ও আব্দুল ওয়াহিদ সাজু।  

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়  একাডেমির  প্র্যাক্টিস এই মাসের (অক্টোবর ) ২০তারিখ থেকে শুরু হবে। তাই সকল ছাত্রদের একাডেমির কোচ মুকিত খান এবং জুহেল আহমদের সাথে যোগাযোগ  করার জন্য  আহবান জানানো হয়। এছাড়াও নতুন ভর্তিচ্ছুরা একাডেমির মোবাইল নাম্বারে যোগাযোগ করার আহবান করা হয়।

শেয়ার করুন