আউটার এর গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিয়ানিবাজার, কানাইগাট নিয়ে মোবাইল ভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান “উপায়” ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এর জুলাই এবং আগস্ট মাসের উপায় ক্যাম্পিং এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপায় অথরাইজড ডিষ্ট্রিবিউটর আইকন কম্পিউটার এর হাউজে বিজয়ীদের মাঝে এই পুরষ্কার বিতরন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, “উপায়” ইউসিবি ফিনটেক কোম্পানীর রিজিওনাল ম্যানেজার মোঃ মশিউর রহামন ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার ও দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ এর এরিয়া ম্যানেজার কাজল চৌঃ এবং আইকন কম্পিউটার এর স্বত্তাধিকারি সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে এজেন্ট , সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুলাই ও আগস্ট মাসের ক্যাম্পিং এর ডিস্ট্রিবিউটর, এজেন্টরা নির্ধারিত টার্গেট পুরণ করে তারা পুরষ্কার লাভ করেন।পুরষ্কারের মধ্যে ছিল , ল্যাপটপ- বিজয়ী সুজন আহমেদ (সুজন ষ্টোর), রেফ্রিজারেটর- বিজয়ী সেলিম উদ্দিন (আদিল টেলিকম) মাইক্রোভেন- বিজয়ী অনিক আহমেদ, মোবাইল ফোন- বিজয়ী আব্দুল কুদ্দুস (বাংলা টেলিকম) ইত্যাদি।
অনুষ্ঠানে অতিথিরা পুরস্কার প্রাপ্তদের কাজের অগ্রগতি দেখে তাদের অভিনন্দন জানান।