Sunday, 31 October 2021

‘কাল থেকে ১২ বছরের বেশি শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু’



আগামীকাল থেকে ১২ বছরের বেশি শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে, তবে কাল শুধু রাজধানীর আইডিয়াল স্কুল কেন্দ্রে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীতে একটি বইয়ের প্রকাশনী উৎসব শেষে এ কথা বলেন তিনি।

প্রাথমিকভাবে ঢাকার আটটি কেন্দ্রে টিকা দেয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে দেশের ২১ জেলায় টিকা দেয়া হবে। স্কুল থেকেই টিকার জন্য নিবন্ধন করা হচ্ছে। অভিভাবকেরা শুধু কেন্দ্রে নিয়ে আসবেন শিক্ষার্থীদের।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ওজন বেশি কিংবা উচ্চতা কম এমন শর্ত গ্রহণযোগ্য নয়; বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

শেয়ার করুন