সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নবাগত শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ ও মো. আব্দুর রাজ্জাক বিদায়ী উপলক্ষে দক্ষিণ সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকবৃন্দ আয়োজনে বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে নগরীর দক্ষিণ সুরমায় কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুনিরা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলা উদ্দিন ও পূর্বভাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দিতা দত্তের যৌথ পরিচালনায় সংর্বধিত অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নবাগত শিক্ষা অফিসার মহি উদ্দিন ও বিদায়ী শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা রিসোর্স সেন্টার‘র ইনস্ট্রাক্টর লুৎফুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. লূৎফুর রহমান ও সহকারী শিক্ষা অফিসার মুসলিমা বেগম, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা কমিটির সদস্য ফজলুল করিম হেলাল।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুজামান। বক্তব্য রাখেন গাবরু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিপ্লব পুরকায়স্থ, চান্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শিল্পী দাস, ফরহাদপুর (শেখেরগাঁও) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কান্তি পুরকায়স্থ, হয়রত শাহ তৈয়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, কায়েস্থরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুরল জান্নাত রীপা, লালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্লাহ, জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (২) প্রধান শিক্ষক সুভাষ রজ্ঞন দাস, ঝাজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (২) প্রধান শিক্ষক বাসুদেব দাস।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর মজুমদার। গীতা পাঠ করেন সাহদাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনা পুরকায়স্ত।
আলোচনা শেষে নবাগত শিক্ষা অফিসার মহি উদ্দিন ও বিদায়ী শিক্ষা আব্দুর রাজ্জাককে উপজেলা প্রধান শিক্ষকের পক্ষে সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথি’র বক্তব্যে শিক্ষা অফিসার মহি উদ্দিন বলেন, শিক্ষার সঠিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে আনতে হবে। প্রাথমিক শিক্ষা মান বাড়াতে হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিশুদের ঝরে পড়া রোধে শিক্ষকদের নজর রাখতে হবে।
খবর বিভাগঃ
সিলেট