Wednesday, 6 October 2021

সিলেট প্রিমিয়ারলীগে বিয়ানীবাজার ক্রিকেট দল 'এসডিএস সিক্সার্স'র জার্সি উন্মোচন


আনোয়ারুল হক হেলাল সিলেট প্রিমিয়ার লীগে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে বিয়ানীবাজার উপজেলার ক্রিকেট দল 'এসডিএস বিয়ানীবাজার সিক্সার্স'র জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বাদ এশা বিয়ানীবাজার পৌরশহরের রয়েল স্পাইসি রেস্টুরেন্টের হলরুমে এ জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়।

এতে রোটারিয়ান ছালেহ হোসেন এবং জুনেদ খানের যৌথ পরিচালনায় এবং এসডিএস বিয়ানীবাজার সিক্সারস টিমের পৃষ্টপোষক সুবেল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুল শুক্কুর।


বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা জাবেদ আহমেদ, প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, বিয়ানীবাজার কোয়াব'র আহবায়ক আনিছুর রহমান, বিয়ানীবাজার ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাছুম আহমেদ, উপদেষ্টা এনামুল হক, মারুফ আহমদ, মিশু, এবং এসোসিয়শনের সভাপতি রাজেল আহমদ।

এসময় অতিথিবৃন্দ 'এসডিএস বিয়ানীবাজার সিক্সারস' টিমের জার্সি উন্মোচন করেন।

 অনুষ্ঠানে উপজেলার সাবেক ও বর্তমান ক্রিকেটারবৃন্দও উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, আনোয়ারুল হক হেলাল সিলেট প্রিমিয়ার লীগের আসরে আগামী ৭ অক্টোবর দুপুর ২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে 'এসডিএস বিয়ানীবাজার সিক্সার্স'র মুখোমুখি হবে 'লিসবন সিক্সার্স'।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচ উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন 'এসডিএস বিয়ানীবাজার সিক্সারস' দলের সংশ্লিষ্টরা।

শেয়ার করুন