গোলাপগঞ্জের ০৫নং বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল অসুস্থতাজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হসপিটালে ভর্তি হয়েছেন। চিকিৎসা গ্রহণে তিনি বেশ কিছুদিন সেখানেই অবস্থান করবেন। এতে ইউনিয়ন পরিষদ পরিচালনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ১নং প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম।
আজ রোববার থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ফখরুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার পরিষদের সর্বসম্মতিক্রমে ফখরুল ইসলামকে দায়িত্ব হস্তান্তর করা হয়।
এব্যাপারে চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল জানান, ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসা গ্রহণের লক্ষে আমি ঢাকায় এসেছি। চিকিৎসার জন্য আমাকে ১মাস ঢাকায় অবস্থান করতে হবে। তাই পরিষদের সর্বসম্মতিক্রমে ১নং প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, উন্নত চিকিৎসা গ্রহণের লক্ষে গত শুক্রবার রাজধানী ঢাকার একটি হসপিটালে ভর্তি হয়েছেন মস্তাব উদ্দিন কামাল। তিনি সকলের দোয়া কামনা করে বলেন, "আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরতে পারি সেজন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন"।