অনুষ্ঠানে এফ আর মিউজিক স্টুডিও-এর কর্ণধার গীতিকার ফজলুর রহমান ফলু'র সভাপতিত্বে এবং সঙ্গীতশিল্পী নাজমিন হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ।
বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সঙ্গীত ব্যক্তিত্ব হিমাংশু বিশ্বাস, সঙ্গীতজ্ঞ জামাল উদ্দিন হাসান বান্না, বাউল শাহ আব্দুল করিমের পুত্র শাহ নূর জালাল, কাঁচা লংকা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী সিদ্দিকুর রহমান সাইস্তা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তা মাহমুদ, শিপু ইসলাম, জাবেদ আহমদ, শামীম আহমদ, সালমান কাদের দিপু প্রমুখ।
এসময় অতিথি এবং আমন্ত্রিত সঙ্গীতশিল্পীগণ কেক কেটে এফ.আর মিউজিক স্টুডিও-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন, পংকজ দেব, বাউল দিপু, প্রিয়া খান, পুষ্পা চৌধুরী, পূরবী, মায়া, স্নেহা এবং নাজমিন হাসান-সহ আরোও অনেকে।
খবর বিভাগঃ
বিজ্ঞপ্তি