Sunday 24 October 2021

বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের উদ্বোধন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী


গোলাপগঞ্জের বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ। রোববার দুপুরে ১কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভবনের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। মেধা ও মননশীলতার মাধ্যমে নতুন প্রজন্মকে জ্ঞাণে গুণে এগিয়ে নিতে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ মহামারী করোনাকালেও থেমে নেই সরকারের উন্নয়ন কর্মকান্ড।

তিনি আরোও বলেন, জনবান্ধব সরকার হিসেবেই আওয়ামী সরকার সাধারণ মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। সারা বিশ্ব যখন করোনার তান্ডবে স্তম্বিত ঠিক সেই মুহুর্তে জনসাধারণের কথা চিন্তা করে আওয়ামীলীগ সরকার উন্নয়নমুখী নানা কর্মকান্ড বাস্তবায়ন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কাদির হাসনাত এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা আবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, সাবেক ছাত্রনেতা এনাম হোসেন বাবলু, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সদস্য রুহেল আহমদ রিপন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান, সাধারন সম্পাদক আফতার হোসেন, আওয়ামীলীগ নেতা মনজুর আহমদ, জেলা যুবলীগ নেতা শাহিন আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমদ, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল আহমদ জয়, সাধারন সম্পাদক জুনেদ আহমদ লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপু, সাধারন সম্পাদক তুলন আহমদ প্রমুখ।

শেয়ার করুন