Thursday, 21 October 2021

আফ্রিদিকে ছুঁয়ে বিশ্বকাপে সাকিবের ইতিহাস



টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন সাকিব আল হাসান।

বৃহস্পতিবার ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রান করার পর বল হাতেও দুর্বার সাকিব। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ৯ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। 

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ৩৯ উইকেট শিকার করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। 

বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির ব্যাটসম্যান চার্লস আমিনি, সেস বাউ, সাইমন আতাই ও হিরি হিরিকে আউট করার মধ্য দিয়ে আফ্রিদিকে ছুঁয়ে ফেললেন সাকিব আল হাসান।

সাকিবই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১২ রান সংগ্রহের পাশাপাশি ৬শতাধিক উইকেট শিকার করেন।

শেয়ার করুন