গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বহরগ্রামের প্রবীণ মুরুব্বি,পরহেজগার ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম (নুনু মিয়া) আর নেউ। শনিবার (২ অক্টোবর) রাত ১২টায় সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, (ইন্নালিল্লাহি.......রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।
আজ (রোববার) বাদ যোহর বহরগ্রাম ঈদগাহ ময়দানে মাওলানা নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
মাওলানা নুরুল ইসলাম (নুনু মিয়া) ছিলেন বহরগ্রাম মাদ্রাসার নিবেদিত প্রাণ। তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। মাদ্রাসার উন্নয়নে তাঁর অবদান এলাকাবাসী চিরদিন মনে রাখবে। একজন পরহেজগার মানুষ হিসেবে তিনি সর্বদাই গ্রাম এবং এলাকার মসজিদ, মাদ্রাসার উন্নয়নকল্পে অগ্রণী ভূমিকা রাখতেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মাওলানা নুরুল ইসলামের জানাজায় বিভিন্ন মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, হাফিজ, মাওলানা, সমাজসেবী এবং দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের ৪ ছেলে হেলাল উদ্দিন, জাকারিয়া হুসেন জয়নাল, কিবরিয়া ইসলাম ও নজরুল ইসলাম রাজু তাদের পিতার মাগফেরাত কামনা করে সকলের দোয়া কামনা করেছেন।
খবর বিভাগঃ
শোক সংবাদ