গোলাপগঞ্জে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুটি গাড়ির চালকসহ ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের মাইজভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাইক্রোবাস গাড়ির চালক মৌলভীবাজার জেলার ঘুলোয়াদাশ বাজার এলাকার হাজির আলীর ছেলে লোকমান হোসেন (৪০), কাভার্ড ভ্যান গাড়ির চালক নাটোর জেলার (বর্তমান নগরীর মদিনা মার্কেট এলাকার) মিলন আহমদ ও অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, গোলাপগঞ্জগামী কাভার্ড ভ্যান কাজী ফার্মস কোম্পানির গাড়ি (ঢাকা মেট্রো-শ ১১-১৪-৮২) মাইজভাগ এলাকায় এলে সড়কের বাইরে চলে যায়। সাথে সাথে গাড়ির চালক সড়কের বাইরে থেকে সড়কে উঠতে চান। এসময় বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে।
ধাক্কা লেগে কাভার্ড ভ্যান সড়কের মধ্যে উল্টে যায়। স্থানীয়রা কাভার্ড ভ্যান গাড়ির চালককে অজ্ঞান অবস্থায় ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ট্রাফিক সার্জেন্ট রুহান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ২ জনের পরিচয় পাওয়া গেলেও ১ জনের পরিচয় পাওয়া যায়নি।