Sunday, 10 October 2021

সিলেটে হিরো হাঙ্ক বাইকের মেলা অনুষ্ঠিত


সারাদেশের ন্যায় সিলেটে বর্ণাঢ্য আয়োজনে হাঙ্ক ১৫০আর মডেলের হিরো মোটর সাইকেলের মেলার আয়োজন করা হয়। ১০ অক্টেবার রোববার নগরীর রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের ইনডোরে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় হাঙ্ক ১৫০ আর মডেল চালিয়ে দেখার সুযোগ পান আগ্রহী দর্শনার্থীগণ।

মেলায় মোটরসাইকেল বুকিং করলেই ৪০০০ টাকা নিশ্চিত  ছাড় , প্রতি ঘণ্টায় লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগসহ  বিভিন্ন প্রকার মজাদার গেমসের আয়োজন ছিলো।

এছাড়াও মেলায় ঢাকা থেকে আগত বিখ্যাত হিপ হপ আর্টিস্ট ব্ল্যাক জ্যাং এর পারফরম্যান্স ও লাইভ ডিজে এবং স্টেজ শো উপভোগ করেন সিলেটের দর্শনার্থীগণ।

করোনা মহামারীর কারণে স্বাস্থ্য বিধি মেনে সিলেটসহ জামালপুর, দিনাজপুর, নওগাঁ, যশোর, বরিশাল, মানিকগঞ্জ এবং লক্ষীপুরে একই সময়ে হাঙ্কের উদ্বোধনী মেলা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হিরো।

বিজ্ঞপ্তি

শেয়ার করুন