Sunday 24 October 2021

সিলেটে জনতা ব্যাংকের বর্ণাঢ্য রোডশো



জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক স্বয়ংক্রিয় চালান পদ্ধতিতে বিভিন্ন সরকারি ফি/রাজস্ব জমাকরণ বিষয়ক প্রচারনামূলক বর্ণাঢ্য রোডশো অনুষ্ঠিত হয়েছে। ২৩অক্টোবর শনিবার দুপুর ১২টায় জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত রোডশো’র উদ্ভোধন করেন ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ। 

উদ্ভোধনী অনুষ্টানে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, সরকারের উন্নয়নে বিশ্বস্থ অংশীদার জনতা ব্যাংকের স্বয়ংক্রিয় চালান প্রক্রিয়ায় জনসাধারণ পাসর্পোট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জ ও অন্যান্য ফি জমা দিতে পারবেন। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে। তিনি নাগরিক সেবার মান বৃদ্ধিতে ব্যাংক কর্মকর্তাদের আরো আন্তরিক হওয়ার আহবান জানান।  
 
জনতা ব্যাংকের কেন্দ্রিয় নির্দেশ মোতাবেক আয়োজিত রোডশো আম্বরখানাস্থ বিভাগীয় কার্যালয়ের সামন থেকে শুরু হয়ে নগরীর আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্টপয়েন্ট, সিটি করপোরেশন,  ডিসি অফিস ও সুরমা পয়েন্ট, বাংলাদেশ ব্যাংক, তালতলা, জামতলা, মদনমোহন কলেজ, রিকাবীবাজার, পশ্চিম দরগাহ গেইট প্রদক্ষিন করে বিভাগীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এই রোডশোতে নেতৃত্ব ও অংশগ্রহন করেন, বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ, এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক সনদীপ কুমার রায়, বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যস্থাপক নারায়ন চন্দ্র রায়, ফরেন এক্সেচেঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যাবস্থাপক মোঃ মাহবুবুল আলম, সিলেট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান, জিন্দাবাজার কর্পোরেট শাখার ব্যবস্থাপক ও জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জালালাবাদ শাখার ব্যবস্থাপক মাধব রাম পাল, কাজীটুলা শাখার ব্যবস্থাপক ছয়ফুল আলম চৌধুরী, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভাশিস চক্রবর্তী, শেখঘাট শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন,ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জিয়াউল মোর্শেদ,  বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আব্দুর রহমান, সিলেট কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইমন চন্দ্র দাস, কুমারগাও শাখার ব্যবস্থাপক দীপীকা রহমান,জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক কালীপদ দাস,রানীগঞ্জ শাখার ব্যবস্থাপক রেবতি মোহন দাস, , ফেন্সুগঞ্জু শাখার ব্যবস্থাপক শাহীনুর রহমান, ঢাকা দক্ষিন শাখার ব্যবস্থাপক মোঃ  ফেরদৌস মিয়া, বেগমপুরশাখার ব্যবস্থাপক শাওন পাল শুভ, বিভাগীয় কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস, এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার উত্তম কুমার পাল,বিভাগীয় কার্য্যালয়ের প্রিন্সিপাল অফিসার আকলিমা খাতুন, বড়ফেচীবাজার শাখার ব্যবস্থাপক জগৎজোতি চক্রবর্তী, ভাদেশ্বর শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ, বিয়ানীবাজার শাখার বয়বস্থাপক অশ্রুজিৎ পাল লিটু, বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক আবুল বাশার, কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মারুফ, এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার প্রিন্সিপাল অফিসার রাজীব কুমার পাল,প্রিন্সিপাল অফিসার সরদিন্দু সরকার, বিভাগীয় কার্যালয়ের  সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান,  সিনিয়র অফিসার মোঃ নুরুল হুদা, সিনিয়র অফিসার অভিজিৎ পাল টিটু, , এরিয়া অফিসের সিনিয়র অফিসার মঞ্জুর আল হাসান, সিনিয়র অফিসার ফারুক মিয়া,সিনিয়র অফিসার লুৎফুর রহমান, সিনিয়র অফিসার সাইফুর রহমান রাজু,, ফরেন এক্সেচেঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র অফিসার প্রদীপ কুমার ঘোপ,সিনিয়র অফিসার রিজওয়ান উর রশিদ, সিনিয়র অফিসার ফজলুর রহমান, সিনিয়র অফিসার কাজল চন্দ্র দেব,সিনিয়র অফিসার আলাউদ্দিন, জালালাবাদ শাখার সিনিয়র অফিসার আফিফ জিল্লুর আহাদ,সিনিয়র অফিসার আফরিনা খান, সিলেট কর্পোরেট শাখার সিনিয়র অফিসার আনোয়ার হোসেন,সিনিয়র অফিসার করুনায় চন্দ,  সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল পারভেজ,  সিলেট কর্পোরেট শাখার সিনিয়র অফিসার জমির উদ্দিন,সিনিয়র অফিসার আবুল মনজুর চৌধুরী,স্টেশন রোড শাখার সিনিয়র অফিসার প্রদুৎ কুমার রায়,জিন্দাবাজার কর্পোরেট শাখার সিনিয়র অফিসার সুশেন ভট্টাচার্য, সিলেট কর্পোরেট শাখার সিনিয়র অফিসার দূর্জয় রায়, সিনিয়র অফিসার জয়ন্ত পাল, স্টেশন রোড শাখার  সিনিয়র অফিসার দীগন্ত কুমার বাগছি, সিলেট কর্পোরেট শাখার সিনিয়র অফিসার সর্বজিৎ দে,শাহজালাল উপশহর শাখার সিনিয়র অফিসার শাহীন আলী মৃর্ধা জিন্দাবাজার কর্পোরেট শাখার হোসেন আহমদ, জিন্দাবাজার কর্পোরেট শাখার সিনিয়র অফিসার ঝিকিল দাস সিনিয়র অফিসার  আফিফ জিল্লুল আহাদ, শেখঘাট শাখার কুমারগাও শাখার সিনিয়র অফিসার মঃ শফিকুর রহমান, সিনিয়র অফিসার বাহার উদ্দিন, ফরেন এক্সেচেঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র অফিসার মুন্না রানী চন্দ সিনিয়র অফিসার রুমানা জামান,শেখঘাট শাখার সিনিয়র অফিসার সাহিদা সুলতানা, শেখঘাট শাখার সিনিয়র অফিসার মহসিন মিয়া ,এবং বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা ও সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন